আজ গজারিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জুলাই আগস্ট গনঅভ্যুত্থানে আহত।
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
আজ গজারিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জুলাই আগষ্ট গনঅভ্যুত্থানে আহত প্রতিবন্ধীদের এক লাখ টাকা করে চেক প্রদান করাা হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে আহতদের হাতে চেক তুলে দেন মাননীয় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক । আহতদের তালিকায় একজন হল পুরান বাউশিয়া গ্রামের মৃত কালু সরকারের ছেলে বাদল সরকার । প্রথমত হলো চ্যালেন্জ ছুড়ে দিলাম বাদল সরকার কোনো প্রতিবন্ধী নয়, দ্বিতীয়ত সে জুলাই বিপ্লব আন্দোলনের নুন্যতম কর্মীও নয়। মজার বিষয় মুন্সিগঞ্জে ৪ঠা আগষ্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগে বাদল সরকার এবং তার ছেলে শাওন সরকার দুটো মামলায় এজাহারভুক্ত আসামি । মুন্সিগঞ্জ সদর থানায় মামলা নাম্বার ১৭ তারিখ ১৪/৪/২০২৫ এই মামলার ১৪২ নাম্বার এজাহার ভুক্ত আসামি শাওন। অপরিকে সিআর ৪৩২ /২০২৫ নাম্বার মামলার ১২৮ ও ১২৯ নাম্বার এজাহার ভুক্ত আসামি যথাক্রমে এই বাদল সরকার ও তার ছেলে শাওন সরকার । ফ্যাসিষ্ট সরকার অংশীদার সাবেক এমপি হাজী ফয়সাল বিপ্লবের অন্যতম অনুসারী শাওন সরকার । পুরো পরিবার আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত কিন্তু আজ পেয়ে গেল আশ্চর্য মলম। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে প্রতিবাদ তুলেছে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা৷ স্ব স্ব ফেইসবুক আইডি হতে পোষ্ট দিয়ে প্রতিবাদ জানাচ্ছে তারা। দেখা যাক প্রশাসন এবিষয়ে শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয়।