, “এই ছবি শুধু বিয়ের নয়, এটি মানবতার প্রতিচ্ছবি।
মোহাম্মদ আব্দুল মালেক
বিশেষ প্রতিনিধি
ছেলেটির নাম রাশিদ। বয়স ২৪। পেশায় রাজমিস্ত্রি হলেও মনটা ছিল সোনার মতো। একদিন স্থানীয় এক আত্মীয়ের মাধ্যমে তার পরিচয় হয় রুবিনার সঙ্গে। রুবিনা ছিলেন এক কন্যাসন্তানের মা। তার স্বামী কয়েক মাস আগে দুর্ঘটনায় মারা যান। সমাজের চোখে এক ‘বোঝা’ হয়ে উঠছিলেন রুবিনা। কিন্তু রাশিদের চোখে তিনি ছিলেন এক সংগ্রামী মা, এক পরিপূর্ণ নারী।
রাশিদ প্রথম দেখাতেই বুঝে গিয়েছিল—এই মেয়েটির জীবনকে নতুন রঙে ভরিয়ে দিতে চায় সে। পরিবারের আপত্তি ছিল, প্রতিবেশীদের কথাও কম শোনেনি। কিন্তু রাশিদ থেমে থাকেনি। সে বুঝিয়েছিল, ভালোবাসা মানে শুধু সৌন্দর্য নয়—দায়িত্ব, সম্মান, ও ভবিষ্যতের পাশে থাকা।
আয়োজন হয় বিয়ের। রুবিনা তার কোলের ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়েই নতুন জীবনের পথে পা রাখলেন। রাশিদও বাচ্চাটিকে নিজের সন্তানের মতো গ্রহণ করল।
, “এই ছবি শুধু বিয়ের নয়, এটি মানবতার প্রতিচ্ছবি।”