বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সীতাকুণ্ডে শ্রমিক দিবস উদযাপন
সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি
সীতাকুণ্ডে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন, শ্রমিকের অধিকার ও মর্যাদার সংগ্রামে এক ঐক্যবদ্ধ কণ্ঠ শ্রমিক কল্যান ফেডারেশন, জনাব আলাউদ্দিন শিকদার আজ ১ মে ২০২৫—বিশ্বব্যাপী উদযাপিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ। নানা শ্রেণি-পেশার শ্রমিকদের অংশগ্রহণে সীতাকুণ্ড পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। সভাপতিত্বে: সীতাকুন্ড উপজেলা সভাপতি শ্রমিক নেতা মো. মিছবাহুল আলম রাসেল সঞ্চালনায়: উপজেলা সাধারণ সম্পাদক আশরাফ হোসাইন মাসুম
প্রধান অতিথি: জনাব আলাউদ্দিন সিকদার, প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশেষ অতিথিবৃন্দ: জনাব আনোয়ার ছিদ্দিক চৌধুরী, উপদেষ্টা, চট্টগ্রাম উত্তর জেলা জনাব জসিম উদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা মাওলানা মিজানুর রহমান, প্রধান উপদেষ্টা, সীতাকুণ্ড উপজেলা মো. তাহের, উপদেষ্টা কুতুবউদ্দিন শিবলী, উপদেষ্টা আবুল হোসাইন, সাবেক শ্রমিক নেতা কাজী নজরুল ইসলাম, জেলা দপ্তর সম্পাদক
হাঃ আলী আকবর, পৌর উপদেষ্টা বক্তারা বলেন: “ শ্রমিকদের ন্যায্য অধিকার, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। ইসলামি শ্রমনীতি বাস্তবায়নই শ্রমিক সমাজের মুক্তির পথ।”আরও উপস্থিত ছিলেন: আবেদ শাহ, ওমর ফারুক চৌধুরী, ইসমাইল হোসেন সিরাজী, ইব্রাহিম খলিল, মাহমুদুর রহমান, মাহমুদুল ইসলাম ফারহান, ইঞ্জিনিয়ার সোহেল রানা, নেসার আহম্মদ, সমিরুল আলম, মবিন শরীফ সহ ইউনিয়ন, পৌরসভা ও বিভিন্ন কারখানার নেতৃবৃন্দ। এই আয়োজন শ্রমিক সমাজে আশার আলো ছড়িয়েছে। সংগঠিত শ্রমিক আন্দোলনের পথে এটি এক দৃঢ় পদক্ষেপ। শুভ শ্রমিক দিবস ২০২৫! শ্রমিকের মর্যাদা রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।