
মাগরিবের নামাজ পড়তে এসে একমাত্র উপার্জনের উৎস অটো ভ্যান হারিয়ে নির্বাক মুস্তাফিজ
মোঃ সোলাইমান হোসেন
রাজশাহী ব্যুরো প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে বেড়ে চলছে চুরির ঘটনা প্রতিনিয়ত নতুন নতুন কৌশলে চুরি হচ্ছে জিনিসপত্র রাস্তাঘাট থেকে রিক্সা ভ্যান হারানো নতুন কিছু নয়। তবে কিছু কিছু চুরি মানুষকে মনে নাড়া দেয়। তেমনই এক হৃদয় বিদারক চুরির ঘটনা ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার কাটাবাড়ী জামে মসজিদে। আজ মঙ্গলবার (২৯এপ্রিল) মোস্তাফিজুর নামে এক প্রতিবন্ধী ছেলে তার উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান গাড়িটি তালাবদ্ধ করে মাগরিবের নামাজ পড়ার সময় চোর তার ভ্যানটি চুরি করে নিয়ে যায়।নামাজ শেষে ভ্যান গাড়ি না পেয়ে নির্বাক হয়ে যায় মোস্তাফিজুর রহমান ফিজার (26
)। ঠিক মত কথাও বলতে পারেনা মোস্তাফিজুর। তার চোখে মুখে কান্নার স্পষ্ট ছাপ। কিন্তু কান্নাও করতে পারছে না। জানা যায়, মোস্তাফিজুর রহমান উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতনবন্দর এলাকার আমিনুল ইসলামের ছেলে। ছোট বেলা থেকে সে মৃগী রোগী। তার উপার্জনেই চলে অভাবের সংসার। কয়েক বছর আগে তার বোন আত্মহত্যা করলে তার ভাগ্নিও তাদের সাথেই থাকে। বিয়ে করলেও নানা অযুহাতে বউ চলে গেছে তার। বর্তমানে সংসারে ৪জনের রুটি রুজির একমাত্র মাধ্যম ছিলো এই ভ্যান গাড়িটি। তার উপর প্রতি সপ্তাহে তাকে কিস্তি দিতে হয় তাকে। ভ্যান গাড়িটি হারিয়ে সে হতবাক হয়ে দাঁড়িয়েছে কান্না করছি ঘটনাস্থলে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিয় গিয়ে দেখা যায়, চোখ মুছতে মুছতে নিরুপায় হয়ে সবার মুখের দিকে তাকিয়ে আছে ভ্যান চালক ফিজার। নামাজে আগত মুসল্লিরাও আফসোস করছেন। তাকে সান্তনা দিচ্ছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নামাজের সময় মসজিদের পাশে সড়কে তালাবদ্ধ ভ্যানটি তালা খুলে নিয়ে যায় চোর। চোরের মুখ অস্পষ্ট থাকায় তাকে চেনা যাচ্ছে না প্রতিবন্ধী মোস্তাফিজার বলেন, কিছুদিন আগে কিস্তি তুলে ভেনটি ক্রয় করেছি ব্যাটারি, মোটর, মোটা চাকা লাগিয়েছি। ভ্যানটি ছিল তার একমাত্র উপার্জনের রাস্তা। নামাজ কাজা হবে বলে রাস্তার পাশে তালা দিয়ে নামাজে গেলাম, এসে দেখি ভ্যানটা নাই।এসময় উপস্থিত মুসল্লিরা জানান, এমন একটা অসহায় ছেলের ভ্যান চুরি হওয়াটা অত্যন্ত দুঃখের বিষয়। এভাবে নামাজ পড়তে এসেও যদি উপার্জনের রাস্তা তাই বিত্তবানদের উচিৎ অসহায় এই প্রতিবন্ধী ছেলেটির পাশে দাঁড়ানো।