গজারিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক।
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো.আল-আমিন (৩৪)। সে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার নয়াগাঁও গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।
গজারিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. রায়হান শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আল-আমিনকে আটক করা হয়। এবং তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা