চট্টগ্রাম জেলার মোট থানা ও উপজেলা পরিচিতি
মোহাম্মদ ইউনুছ
চট্টগ্রাম ব্যুরো প্রধান
চট্টগ্রাম জেলা ইতিহাস, কৃষ্টি, ঐতিহ্য, প্রকৃতি, অপরুপতা সহ সমৃদ্ধ একটি জনপদ। বাংলাদেশের বানিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত চট্টগ্রাম বিভাগ।। আজকে আমরা জানবো এ বিভাগের মোট কতটি জেলা সেসব জেলা সমূহের নাম, চট্টগ্রাম জেলায় কতটা মেট্রোপলিটন থানা, কতটা উপজেলা।
চট্টগ্রাম বিভাগের একটি জেলা চট্টগ্রাম। চট্টগ্রাম জেলার প্রশাসনিক আয়তন যদি উল্লেখ করি তাহলে, চট্টগ্রাম জেলা ৪১ টি ওয়ার্ড মিলে ১ টি সিটি করপোরেশন, ১৫ টি উপজেলা, ৩৩ টি থানা ( উপজেলায় ১৭ টি মেট্রোপলিটন ১৬ টি), ১৫ টি পৌরসভা, ১৯০ টি ইউনিয়ন, ৮৯০ টি মৌজা, ১২৬৭ টি গ্রাম ও ১৬ টি সংসদীয় আসন নিয়ে গঠিত।
এবার জানবো মেট্রোপলিটন ১৬ টি থানার নাম,
১, আকবর শাহ্
২, ইপিজেড
৩, কর্ণফুলী
৪, কোতোয়ালি
৫, খুলশি
৬, চকবাজার
৭, চান্দগাও
৮, ডবলমুরিং
৯, পতেঙ্গা
১০, পাহাড়তলী
১১, পাঁচলাইশ
১২, বন্দর
১৩, বাকোলিয়া
১৪, বায়েজিদ বোস্তামি
১৫, সদরঘাট
১৬, হালিশহর
এবার জানবো আমরা চট্টগ্রাম জেলার মোট ১৫ টি উপজেলার নাম,
১, মিরসরাই
২, সীতাকুণ্ড
৩, সন্দ্বীপ
৪, হাটহাজারী
৫, ফটিকছড়ি
৬, পটিয়া
৭, চন্দনাইশ
৮, রাউজান
৯, রাঙ্গুনিয়া
১০, আনোয়ারা
১১, কর্ণফুলী
১২, বাঁশখালি
১৩, বোয়ালখালি
১৪, লোহাগড়া
১৫, সাতকানিয়া
এই হলো চট্টগ্রাম জেলার মেট্রোপলিটন থানা ও উপজেলা সমূহ।।