চট্টগ্রামের অপরুপ সৌন্দর্যের লীলাভূমি নেভাল
মোহাম্মদ ইউনুছ
চট্টগ্রাম ব্যুরো প্রধান
বাংলাদেশের বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলা পর্যটন স্পটে সমৃদ্ধ বলে বিবেচ্য। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার পতেঙ্গা সমুদ্র সৈকত, এয়ারপোর্টে, বোর্ড ক্লাব সংলগ্ন কিছুদুর পাড়ি দিলেই অনন্য সৌন্দর্যের লীলাভূমি নেভাল। চারদিকে সমুদ্র মধ্যখানে বিরাট জাহাজ ও ফেরি ঘেরা যেনো ছোট্ট একটা উপদ্বীপ! চারদিকে দখিনা বাতাস, মনোরম পরিবেশ, কোলাহল মুক্ত, সমুদ্রের ঢেও যেনো উপছে পড়া এক সুমধুর তরঙ্গ। চারদিকে হাজরো স্পিড বোর্ড, ফেরি, জাহাজ, লন্স চলার দৃশ্য। সমুদ্রের জোয়ার ভাটার অপরুপ দৃশ্য। সূর্য ঢোবার চিত্র সহ নানাবিধ রোমাঞ্চকর অভিজ্ঞতার ঝুলিপুর্ন অসাধারণ একটি স্থান। পর্যটকদের জন্য বিশেষ ও দেখার মতো একটি পরিবেশ। সব মিলে আনন্দ আর একাত্মতা প্রকাশ করার একটি অন্যতম স্থান। আপনার মনের কষ্টগুলো ভাগ করার জন্য যেনো সমুদ্র আপনার পাশেই উকি মারছে।।
সূত্রঃ দৈনিক বাংলার দিগন্ত, চট্টগ্রাম জেলা।।