লালমনিরহাটে বাড়ছে পানি, পাঁচ উপজেলায় হতে পারে বন্যা
মাসুদ রানা নিরব
লালমনিরহাট জেলা প্রতিনিধি
ভারতে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। এর ফলে লালমনিহাট তিস্তা নদী সংলগ্ন নিম্ন অঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
বন্যার পূর্বাভাস ও সতর্কীকেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলার পাঁচটি উপজেলায় পানি বিপদসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এছাড়া আগামী তিন দিনে রংপুর বিভাগ ও তাঁত সংলগ্ন উজানে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে তিস্তা নদীর পানি সমতল আগামী ২৪ ঘন্টা লালমনিহাটের হাতীবান্ধা অবস্থিত তিস্তা ব্যারেজ পয়েন্ট বিপদসীমা অতিক্রম করতে পারে।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার জানিয়েছেন, তিস্তা তীরবর্তী এলাকার জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। এর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডও মাঠে কাজ করছে। বন্যা দেখা দিলে জেলা প্রশাসক প্রস্তুত রয়েছেন বলে জানান জেলা প্রশাসক।