
আত্মসমর্পণকারী কেএনএফ সদস্যদের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী
এলেক্স বড়ুয়া
বান্দরবান জেলা প্রতিনিধি
সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে বান্দরবান সেনা জোনের উদ্যোগে আত্মসমর্পণকারী বম পরিবারের কাছে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জোন কমান্ডার লেঃ কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান। শুক্রবার (১৮ই জুলাই) সকালে সেনা জোনের মাল্টিপারপাস শেডে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এসময় প্রধান অতিথি আত্মসমর্পণকারী বম সম্প্রদায়ের পরিবারের হাতে পরিবার প্রতি ৫০ কেজি চাল,৫ কেজি ভোজ্যতেল,৫ কেজি ডাল,৫ কেজি আলু,৫ কেজি পেঁয়াজ,৫ কেজি লবণ মানবিক সহায়তা হিসেবে তুলে দেন। প্রধান অতিথি বলেন, “শান্তি ও উন্নয়নের পথে চলতে হলে দরকার পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্মানবোধ। যারা সশস্ত্র পথ ছেড়ে সমাজে ফিরে আসার সাহসিকতা দেখিয়েছেন, তারা শুধু নিজেদের জন্য নয়, এই অঞ্চলের ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়নের পক্ষে কাজ করে যাচ্ছে।সহমর্মিতা ও সহানুভূতি দিয়েই আমরা পাহাড়ে দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে পারব। জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন আদনান ফারাবি এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক এস এম আনিসুজ্জামান উদয়,সহ উর্ধতন সেনা কর্মকর্তা,এবং সহায়তাভোগী বিভিন্ন পাড়া থেকে আগত আত্মসমর্পণকারী বম সম্প্রদায়ের ব্যক্তিবর্গ। মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জোন কমান্ডার লেঃ কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান বলেন, আপনার সবাই কে বলবেন ভয়ের কোন কারন নেই,আপনারা পাড়ায় ফিরে আশেন, চাষাবাদ করেন,স্বাভাবিক জীবনযাপন করেন। কোন জায়গায় গুহায় গিয়ে লুকিয়ে থাকলে এটার ব্যাখ্যা কেউ দিতে পারবে না।কোন অস্ত্রধারী সশস্ত্র যদি মনে করে তাদের কাছে অস্ত্র থাকলে তারা নিরাপদে থাকবে এটা ভূল ধারণা।পার্বত্য চট্টগ্রামে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাছেই অস্ত্র থাকবে,অন্য কোন দল, গোস্টি , সংগঠনের হাতে অস্ত্র থাকবে না।