বারহাট্টা চিরুনি অভিযানে পাঁচজন আটক
নেত্রকোনা জেলা ভাষাটা উপজেলা চিরুনি অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
১৮ জুলাই শুক্রবার রাতে শুরু হয় শনিবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে মাদক ও বিস্ফোরক মামলা সহ বিভিন্ন অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো - বারহাট্টা সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আওয়ামী লীগের সক্রিয় নেতা সাইদুর মিয়া, রায়পুর ইউনিয়নের কাওয়াইল শিমুলিয়া গ্রামের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামাল হোসেন, বারহাট্টা উপজেলা মৎস্যলীগের সহ-সভাপতি আলাউদ্দিন সম্রাট, মোবারক মিয়া অনীরব মিয়া। পুলিশ সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলায় চুরি, মাদক, জুয়া সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত 24 ঘন্টায় পাঁচজনকে আটক করা হয়।
এর মধ্যে বারহাট্রা সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আওয়ামিলীগের সক্রিয় নেতা নেতা সাইদুর মিয়াকে ৮/৮/২৪ নং মামলায়, আলাউদ্দিন সম্রাট কে ৯/৮/২৪ নং মামলায়, কামাল হোসেনকে ২ /৯/২৪ নং মামলায়, এবং বাকি দুজনকে মাদক মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বারহাট্টা উপজেলার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান জানান বারহাট্টায় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ তাকে সেজন্য বিশ্বাস অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় আটকৃত পাঁচজনের মধ্যে দুইজনের কাছে ৭ পিস ইয়াবা পাওয়া যায় মোবারক ও নিরবের কাছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ অভিযান চলবে এমটি জানিয়েছেন।