আদিতমারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ; আহত ২ !
মাসুদ রানা নিরব
লালমনিরহাট জেলা প্রতিনিধি
শ্বশুর বাড়িতে বেড়াতে আসার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেবব্রত ওরফে দাসুরায় (৪৮) নামের একজন মোটরসাইকেল আরোহীর।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামড়ি মহাসড়কে রবিবার (২০ জুলাই ) বিকালে এঘটনা ঘটে।এ সময় মোটরসাইকেলের পিছনে বসা তার স্ত্রী ও ছয় বছর বয়সের এক সন্তানও গুরুতর আহত হয়েছেন। তিনি দাসুরায় রংপুরের রাধাবল্লভ হারহাটি এলাকার বাসিন্দা।আহতদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেবব্রত ওরফে দাসুরায়কে মৃত ঘোষণা করেন।মৃতের স্ত্রী-সন্তান চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
দাসুরায়ের শ্বশুর পরিবার সূত্রে জানা গেছে, আজ রবিবার বিকেলে দাসুরায় রংপুর নিজ বাড়ি থেকে লালমনিরহাটের আদিতমারীতে মোটরসাইকেল যোগে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে তাঁর শ্বশুর বাড়িতে আসছিলেন। কিন্তু আদিতমারী উপজেলার নামুড়ি এলাকায় মহাসড়কে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দেবব্রত ওরফে দাসুরায় ও তার স্ত্রী ও সন্তান গুরুতর আহত হন।
আদিতমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) আলী আকবর সড়ক দুর্ঘটনায় দেবব্রতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
এঘটনায় মৃতের পরিবারে ও শ্বশুর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।