সবাই জিতে গেছে
মো. সাইদুল ইসলাম
ও আমার আল্লাহ,
আমার সাথে সমস্ত মানুষ জিতে উড়াল দিচ্ছে
" এতএব " তুমি আমাকে শূন্যতার মাঝে রাখলে আমি নির্বাক নিমর্ম নিরাবরণ ও মূর্তি!
প্রশান্ত সাগরে আজ নেই আর কোনো জল, নেই কোনো আজ সাগরের সঙ্গী মিশে থাকার।
আমি আমার সাগরের জল পাওয়া পথ হারিয়ে ফেলছি!
ও আমার আল্লাহ,
এতো দেখি আরো জালিমের দিন
অভিশাপ যুদ্ধ সমস্ত পৃথিবীকে গ্রাসিয়াছে,
এখন আর কি? প্রার্থনা করে শুধু একতা হলেই হলো
কারণ বিদায় যাত্রার নামাজ আছেতো!
ও আমার আল্লাহ,
পৃথিবী এখন অভিশাপ্ত দাস - বাজার বৈধ - অবৈধ করে তোমার কথা কথাও দাস - বাজারে তুলা হয়!
তুমি কি আছো না নাই আজ এটা নিয়ে তাদের রাজসভা হয়।
নিজেকে প্রশ্ন করে না? তোমার দেওয়া জাহান্নাম কি ভয় হতে পারে।
তারা তাদের ক্ষণিকের দাপট দিয়ে হত্যা ও রক্ত চুমুক, কিছুতেই নেই চিন্তা গন্তব্য যে মাটির ভিতর!
ও আমার আল্লাহ,
আজ আমি তোমার ক্ষমতাই বিশ্বাস করে আমি ছুটছি, আমি খুঁজছি জলের সন্দানে তোমার কবিতার লাইন ধরে!
ও আমার আল্লাহ,
আমাকে তুমি সন্দান দেও
আমাকে জল দেও,
আমাকে মুক্ত করো
তুমি পৃথিবী কেও মুক্ত করো!