বরগুনা জেলা ছাএ দলের আয়োজনে পালিত হল জুলাই আগষ্টের বীর শহীদের স্মরনে স্বরন সভা
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলায় বরগুনা জেলা ছাএ দল কর্তৃক পালন করা হল জুলাই আগষ্টের বীর শহীদের স্মরনে কেন্দ্র ঘোষিত স্বরন সভা, আজ ১৬ ই জুলাই, রোজ বুধবার মাগরিব নামাজ বাদ বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় এ সভায় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন বরগুনা জেলা ছাএ দলের ১ নং সহ সভাপতি এ্যাঃ মিসকাত সাজ্জাদ, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা বিএনপির আহবায়ক জনাব মোঃ তালিমুল ইসলাম পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব মোঃ জাবেদুল ইসলাম জুয়েল বরগুনা সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব মোঃ সাজেদুল ইসলাম শিমুল ও বরগুনা সদর উপজেলা ছাএদলের সদস্য সচিব মোঃ রাকিবুল ইসলাম রাকিব সহ বরগুনা জেলা ও সদর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাএ দলের নেতৃবৃন্দ, এ সময়ে বিভিন্ন ভাবে নেতারা বক্তব্য রাখেন তারা সর্ব প্রথম জুলাই আগষ্টের বীর শহীদের কথা স্বরন করেন এবং জুলাই আগষ্টের যে হত্যাযোগ্য চালানো হয়েছিল সাধারণ ছাএ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএ দলের নেতা কর্মীদের উপর সেই কথা নিয়ে আলোচনা হয়, তার পর নেতারা আরো বলেন জুলাই আগষ্টের যে স্বাধীনতা তা কোনো ব্যাক্তি অথবা কোনো দলের একার নয় বাংলাদেশের সকল সাধারণ মানুষ ও যারা দীর্ঘ ১৬ বছর যাবৎ ধরে আন্দোলন করে আসছে তাদের সকলেরি এ অর্জন, এবং তারা বলেন বাংলাদেশ নিয়ে বিগত দিনে যে স্বর্যন্ত হয়েছে বর্তমানে একই ভাবে কিছু মহল সেই স্বর্যন্ত করার চেষ্টা চালানোর পায়তারা চালাচ্ছে অতএব সকল কে চোখ কান খোলা রেখে চলতে হবে এবং সকল স্বর্যন্তের দাঁত ভাঙ্গ জবাব দিতে হবে পরর্বতীতে জুলাই আগষ্টের বীর শহীদের স্মরনে দোয়া মোনাজাত করে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করেন,