লালমনিরহাটে কোটিপতির নামে ভূমিহীনদের সরকারি ঘর
বরাদ্দ
মাসুদ রানা নিরব, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারীতে ব্যবসায়ী ও কোটিপতিদের নামে ভূমিহীনদের জন্য নির্মিত সরকারি ঘর বরাদ্দের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) এ বিষয়ে ভুক্তভোগী ভূমিহীনরা ইউএনও বিধান কান্তি রায় বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সত্যতা মেলায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) চাবি হস্তান্তর না করেই ফিরে আসেন।আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের কামারপাড়া ও পুরান ভেলাবাড়ী গুচ্ছগ্রামে ২০২৪-২৫ অর্থবছরে সরকার পুরনো ঘর ভেঙে নতুন করে মোট ৫২টি ঘর নির্মাণ করেছে। এর মধ্যে কামারপাড়ায় ১০টি পুরাতন ঘর ভেঙে ৬টি ঘর নির্মাণ করা হয়। স্থানীয় অভিযোগে জানা যায়, নতুন ঘরের বরাদ্দ দেওয়া হয়েছে ব্যবসায়ী আজাহার আলী, বিত্তশালী ফজর আলী ও হোসেন আলীর নামে যাদের প্রত্যেকেরই রয়েছে জমি, ঘর, দোকান ও অর্থসম্পদ।
প্রবীণ বিধবা শেফালী বেগম বলেন, আমি ২৬ বছর ধরে ওই ঘরেই আছি। নতুন ঘর বানানো হলো, কিন্তু আমাকে না জানিয়ে বিত্তশালীকে ঘর দিয়ে দেওয়া হলো। আমি প্রতিবন্ধী, ঘর না পেলে যাব কোথায়?ভেলাবাড়ী বাজারে চার দোকানের মালিক আজাহার আলীর রয়েছে আট বিঘা জমি ও পাকা বাড়ি। তবুও তিনি নতুন ঘর পেয়েছেন। অন্যদিকে বহু বছরের বাসিন্দা প্রকৃত ভূমিহীনরা রয়েছেন বঞ্চিত।ঘর পাওয়া ফরজ আলী স্বীকার করে বলেন, আমি সরকারি ঘরের জন্য আবেদন করলে আমার নামে বরাদ্দ দেওয়া হয়।অন্যদিকে আজাহার আলী সাংবাদিক পরিচয় শুনে ফোন কেটে দেন এবং হোসেন আলীর ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার বলেন, ঘর বিতরণ নিয়ে অভিযোগ পেয়েছি। প্রকৃত ভূমিহীনরাই ঘর পাবেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।ভূমিহীনদের দাবি, যাদের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে তাদের জমি, সম্পদ ও রাজনৈতিক প্রভাব থাকলেও গরিব ও প্রকৃত ভূমিহীনদের নাম বরাদ্দ তালিকায় নেই। তারা সরকারি ঘর প্রকৃত ভূমিহীনদের মাঝে বণ্টনের দাবি জানান।