বান্দরবানে গ্রেপ্তার বম নারীদের মুক্তির দাবি
নিউজ ডেস্ক
দৈনিক বাংলার দিগন্ত
রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও মারধরের মামলায় গত বছরের এপ্রিলে অর্ধশতাধিক বম নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়। বান্দরবানের রুমা ও থানচিতে গত বছর গ্রেপ্তার হওয়া বম নারীদের মুক্তির দাবি জানিয়েছেন কয়েকজন মানবাধিকারকর্মী।
সোমবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই কন্যা দিবস’ উদযাপনকালে তারা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে এ দাবি জানান। এদের মধ্যে সায়দিয়া গুলরুখ নামের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আজ এ প্ল্যাকার্ড নিয়ে বম নারীদের মুক্তির দাবিতে দাঁড়িয়েছি। তারা দীর্ঘ ১৬ মাস ধরে নিরাপরাধ হয়েও জেল খাটছেন।
“আমরা আজ স্বাধীন বাংলাদেশে যারা অন্যায়ভাবে জেলে পড়ে আছেন, তাদের মুক্তি চাই।”অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির, আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রিফাত রশীদ প্রমুখ উপস্থিত আছেন। বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধরের মামলায় গত বছরের এপ্রিলে অর্ধশতাধিক বম নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়।