বগুড়ায় বজ্রপাতে একজন কৃষক নিহত
মোঃ জিহাদ কাজী
স্টাফ রিপোর্টার বগুড়া
নিহত ব্যক্তি বগুড়া শাজাহানপুর উপজেলায় রামচন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর পুত্র মো. বাবলা (৫০)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাবলা তার বাড়ির পূর্ব পাশের ফাঁকা জমিতে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শাজাহানপুর থানার এসআই মো. নূরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতের কারণে এ ঘটনাটি ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে । এ মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রামচন্দ্রপুর গ্রামে ।