
বান্দরবানে জুলাই পদযাত্রা উপলক্ষ্যে এনসিপি নেতাদের সংবাদ সম্মেলন
এলেক্স বড়ুয়া
বান্দরবান জেলা প্রতিনিধি
দেশ গড়তে জুলাই পদযাত্রা” এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে আগামী ১৯ জুলাই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা পদযাত্রা করবে। আজ শুক্রবার (১১ জুলাই) সকালে বান্দরবানের একটি রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আয়োজনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর অঞ্চল তত্বাবধায়ক ও যুগ্ন মুখ্য সংগঠক ইমন সৈয়দ।
এসময় তিনি সাংবাদিকদের উদ্যোশে বলেন, জুলাইকে স্মরণ করে রাখতে সারাদেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামী ১৯ জুলাই বান্দরবানে সফর করবেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বান্দরবানের মুক্তমঞ্চের সামনে এক সমাবেশ শেষে বিভিন্ন পয়েন্টে পদযাত্রা করবেন। এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর অঞ্চল তত্বাবধায়ক ও যুগ্ন মুখ্য সংগঠক ইমন সৈয়দ আরো বলেন, আমরা চাই না ক্ষমতা-চাই সমতা, ন্যায়বিচার আর গণতন্ত্র। দেশের কল্যাণে এনসিপির সদস্যরা কাজ করে যাবে আর দেশ থেকে স্বৈরাচার দুর করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বে। সংবাদ সম্মেলনে এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বান্দরবান জেলার প্রধান সমন্ধয়কারী মো.শহীদুর রহমান সোহেল, যুগ্ন মুখ্য সংগঠক আবদুল্লাহ আল মামুন, যুগ্ন সমন্বয়কারী লুক চাকমা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।