বাউফল ধানদী তেতুলিয়া নদীভাঙন রোধে ফেলা বস্তা রাতে নষ্ট করে ট্রলারে লারকি উঠানো, জনমনে ক্ষোভ
মোঃ ইমরান হোসাইন
পটুয়াখালী জেলা প্রতিনিধি
স্থানঃ ধানদী, নাজিরপুর ইউনিয়ন, বাউফল, পটুয়াখালী
তারিখঃ ১২ জুলাই ২০২৫, শনিবার রাতে পটুয়াখালী বাউফল উপজেলা নাজিরপুর ইউনিয়ন ধানদী তেতুলিয়া নদীর ভাঙন রোধে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী এলাকায় তেতুলিয়া নদীর পাড়ে বালুভর্তি বস্তা ফেলা হয়। কিন্তু সেই বস্তাগুলোই রাতের আঁধারে নষ্ট করে ট্রলারে লারকি তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার পর একদল ব্যক্তি নদীর পাড়ে রাখা বস্তাগুলো নষ্ট করে ট্রলারে লারকি তুলতে থাকে। এতে নদীভাঙন রোধে নেওয়া উদ্যোগ হুমকির মুখে পড়ে। তবে ঠিক কার নির্দেশে বা কী উদ্দেশ্যে বস্তাগুলো নষ্ট করে মালামাল তোলা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। এলাকাবাসীর ভাষ্যমতে,
যেখানে নদীভাঙনের হাত থেকে রক্ষা পেতে সরকারি উদ্যোগে বস্তা ফেলা হয়েছে, সেখানে কেউ যদি রাতের আঁধারে সেগুলো নষ্ট করে ফেলে, সেটা জনগণের সাথে প্রতারণা।”এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে এবং স্থানীয়রা বিষয়টি প্রশাসনের নজরে আনার চেষ্টা করছেন।
জনদাবি:
স্থানীয়দের দাবি, নদীভাঙনের মতো স্পর্শকাতর বিষয়ে যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, তার ব্যবস্থা নেওয়া