পটুয়াখালীতে বাউফলে শিক্ষা সাফল্যের শীর্ষে ধানদী কামিল মাদরাসা!
মোঃ ইমরান হোসাইন
পটুয়াখালী জেলা প্রতিনিধি
গত ১০ জুলাই পটুয়াখালী জেলার 2025 আলিম পরীক্ষায় এক অনন্য নজির স্থাপন করেছে ধানদী কামিল মাদরাসা। এবারকার ফলাফলে প্রতিষ্ঠানটি জেলার মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ (A+) অর্জন ও পাশের হারে শীর্ষস্থান অর্জন করেছে, যা নিঃসন্দেহে এক গর্বের বিষয়।
📊 ফলাফল পরিসংখ্যান:
🔹 মোট পরীক্ষার্থী: ১০২ জন
🔹 অংশগ্রহণ করেছে: ৯৬ জন
🔹 পাশ করেছে: ৯৫ জন
🔹 পাশের হার: ৯৯%
🔹 জিপিএ-৫ (A+) পেয়েছে: ১৬ জন শিক্ষার্থী
এই অসাধারণ সাফল্যের পেছনে রয়েছে মাদরাসাটির শিক্ষকদের নিরলস পরিশ্রম, সুশৃঙ্খল পাঠদান, শিক্ষার্থীদের আন্তরিক চেষ্টা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতা। নিয়মিত ক্লাস, মূল্যায়ন, মনিটরিং এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে ধানদী কামিল মাদরাসা নিজেকে প্রমাণ করেছে জেলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে।
ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় মানসম্মত অর্জনের মাধ্যমে ধানদী কামিল মাদরাসা আজ পটুয়াখালী জেলার জন্য এক উদাহরণ হয়ে উঠেছে।
আমরা ধানদী কামিল মাদরাসার সকল শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আরও উঁচুতে উঠুক এই শিক্ষাপ্রতিষ্ঠান।