লন্ডনে তারেক রহমানের সঙ্গে বিশেষ বৈঠকে শেখ সাদী
সুমন শেখ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
বর্তমান বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় কর্মকাণ্ড নিয়ে লন্ডনে জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন এশিউর গ্রুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী। এই বৈঠকে তারেক রহমানের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও কুষ্টিয়া জেলা বিএনপি নিয়ে কথা বলেন শেখ সাদী। তিনি জনাব তারেক রহমানের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে, কুষ্টিয়া জেলা বিএনপিকে আরও সুসংগঠিত করা, সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা এবং আসন্ন সংসদ নির্বাচনে কুষ্টিয়ার প্রত্যেকটি আসনে বিএনপি-এর মনোনীত প্রার্থীদের জয়ের লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করবেন।
এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শেখ সাদী-কে দলীয় বিভিন্ন দিকনির্দেশনা দেন। এছাড়াও, সাধারণ জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া সহ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার নির্দেশনা দেন।