সমাজ চেতনায় এক দৃঢ় আস্থার নাম সাংস্কৃতিক নেতা মোঃ মজনুর রহমান
সুমন শেখ, স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মজনুর রহমান। যিনি কুষ্টিয়া খাজানগরের কৃতি সন্তান। তিনি শুধু একজন সাংগঠনিক নেতা নন, তিনি একজন নিবেদিত প্রাণ সংস্কৃতিকর্মী। তার গুণাবলী ও অবদান অনস্বীকার্য।
সৃজনশীল নেতৃত্বে সংগঠনে সক্রিয়, সুসংগঠিত ও গতিশীল রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সংস্কৃতির প্রতি ভালোবাসায় বাংলার সংস্কৃতি, গান, কবিতা ও নাটকের মাধ্যমে তিনি জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। মানবিকতা ও সহমর্মিতা:
সহকর্মীদের প্রতি আন্তরিক, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ান। দূরদর্শী চিন্তাধারায় সংগঠনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করতে সচেষ্ট হন। অত্যান্ত উদ্যমী ও পরিশ্রমে দীর্ঘদিন ধরে নিরলস পরিশ্রম ও সাংগঠনিক অভিজ্ঞতা দিয়ে সকলকে অনুপ্রাণিত করছেন। খাজানগর চাঁদাবাজি নিরসনে তার ভুমিকা চোঁখে পড়ার মতো। শুধু তাই নয় চাঁদাবাজি নিরশন কল্পে দৃঢ়প্রতিজ্ঞ। তাইতো, মজনুর রহমানের মতো নেতা দেশ তথা সমাজ সংস্কৃতির অগ্রযাত্রার নির্ভরযোগ্য কাণ্ডারি। তার নেতৃত্বে জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। তিনি সৎ, বলিষ্ঠ এবং মানবিক একজন সংগঠক। তার সততা, নিষ্ঠা ও সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে গোটা সমাজ।