বাউফলের নাজিরপুরে কাঁচা রাস্তায় চরম জনদুর্ভোগ: এলাকাবাসীর হস্তক্ষেপ কামনা
মোঃ ইমরান হোসাইন
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার ৯ নং নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা তাঁতের কাঠী চৌরাস্তা বাজার থেকে রামনাগর চৌরাস্তা পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা রাস্তায় বর্তমানে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা না হওয়ায়, সামান্য বৃষ্টি হলেই এটি কাদায় পরিণত হয়। বর্ষা এলেই পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। কাদা ও পিচ্ছিল পথে চলতে গিয়ে প্রায়ই পড়ে গিয়ে আহত হন পথচারীরা। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও নারীদের চলাচল হয়ে ওঠে মারাত্মক ঝুঁকিপূর্ণ।
প্রতিদিন এই রাস্তাটি দিয়ে গ্রামের মানুষ হাটবাজারে যান, শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত করে এবং অসুস্থ রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু রাস্তার এমন করুণ অবস্থা তাদের স্বাভাবিক যাতায়াতের পথকে প্রতিনিয়ত কষ্টকর করে তুলেছে।স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে এই দুরবস্থার মধ্যেই রয়েছে। তারা বারবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও কোনো বাস্তব পরিবর্তন দেখতে পাননি। প্রতিশ্রুতি মিলেছে অনেক, কিন্তু কাজের বাস্তবায়ন হয়নি।
তারা আরও বলেন, “এটা কেবল রাস্তা নয়, আমাদের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। রোগীকে হাসপাতালে নিতে গেলে কাঁধে করে নিয়ে যেতে হয়। স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিদিন কাদায় ভিজে ক্লাসে পৌঁছায়। এটা আর সহ্য করা যাচ্ছে না।”অভিযোগ রয়েছে, অদৃশ্য প্রভাব কিংবা দায়িত্বজ্ঞানহীনতার কারণে দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দুর্ভোগ যেন এখন স্থায়ী বাস্তবতায় রূপ নিয়েছে।
রাতের আঁধারে তোলা কয়েকটি ছবিতে দেখা গেছে—রাস্তা একেবারে কর্দমাক্ত হয়ে আছে, কোনো যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাও সম্ভব নয়। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি এই দুর্দশার বাস্তব প্রমাণ দিচ্ছে।এলাকা বাসির দাবি রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার ও পাকাকরণ করতে হবে।
দুর্ভোগের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।এই সমস্যা সমাধানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।একটি রাস্তা একটি অঞ্চলের উন্নয়নের মূলভিত্তি। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত পাকা না হলে ভবিষ্যতে এর প্রভাব আরও ভয়াবহ আকার ধারণ করতে।