ধানদী কামিল মাদ্রাসায় স্বাস্থ্যবিধি মেনে চলছে আলিম পরীক্ষা — দায়িত্বশীল ব্যবস্থাপনায় প্রশংসিত কর্তৃপক্ষ.
মোঃ ইমরান হোসাইন পটুয়াখালী জেলা প্রতিনিধি
বাউফল উপজেলার ঐতিহ্যবাহী ও সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান ধানদী কামিল মাদ্রাসা-তে ২০২৫ সালের আলিম পরীক্ষা শান্তিপূর্ণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। কোভিড-পরবর্তী সময়েও স্বাস্থ্যসচেতনতা বজায় রাখতে মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্বশীল উদ্যোগ সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
পরীক্ষার্থীরা প্রত্যেকে মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রেণিকক্ষে বসে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা শুরুর আগেই প্রতিটি শ্রেণিকক্ষ জীবাণুমুক্ত করা হচ্ছে এবং প্রবেশের সময় শিক্ষার্থীদের হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার, ও তাপমাত্রা পরিমাপের সুবিধা রাখা হয়েছে।
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং স্বেচ্ছাসেবক দল সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছেন। প্রতিটি কেন্দ্রেই দেখা গেছে দায়িত্বশীল তদারকি ও সময়মতো পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার প্রশংসনীয় নজির।
অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ মাদ্রাসা কর্তৃপক্ষের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই পরিবেশে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে।
ধানদী কামিল মাদ্রাসা প্রমাণ করেছে, স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খল ও নিরাপদভাবে গুরুত্বপূর্ণ পরীক্ষা পরিচালনা করা সম্ভব, যদি থাকে সদিচ্ছা ও সঠিক পরিকল্পনা। এটি অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত।