গজারিয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
মোঃ দুলাল সরকার
সারাদেশের মতো মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়ও শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। উপজেলার তিনটি কেন্দ্রে আজ প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকেন্দ্রগুলো হলো- গজারিয়া সরকারি কলেজ, কলিমউল্লাহ ডিগ্রি কলেজ এবং বাতেনিয়া মাদ্রাসা।
সকালে পরীক্ষাকেন্দ্রগুলোর সামনে গিয়ে দেখা যায়, গজারিয়া উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছেন। পরীক্ষার্থীদের দেয়া হয় রাবার, পেন্সিল, স্কেল, একটি ব্যাগ এবং কিছু কেন্দ্রে পানির বোতলও সরবরাহ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান জানান, বিএনপি’র কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষ থেকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জানান, “সারাদেশের মতো গজারিয়াতেও সঠিক সময়ে, শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।”
উল্লেখ্য, ২০২৫ শিক্ষাবর্ষে গজারিয়া উপজেলায় মোট পরীক্ষার্থী ৫০৮ জন। এর মধ্যে মাদ্রাসা বোর্ডে ৭২ জন, সাধারণ কলেজ পর্যায়ে ৩৬৫ জন এবং ভোকেশনাল বোর্ডে ৭১ জন। গজারিয়া সরকারি কলেজে ১২০ জন এবং কলিমউল্লাহ কলেজে ২৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।