গজারিয়ায় বাবা-মায়ের অশান্তি দেখে, অভিমানে সন্তান নিখোঁজ,
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
'আম্মু আর আব্বু আমি যাইতাছি। তোমাদের এই ঘরে থাকতে একটুও ভালো লাগে না। তোমাদের এই অশান্তি আমার আর ভালো লাগে না। আমি আমার ২৫০০ টাকা নিয়া যাইতাছি। আমার জন্য দোয়া কইরো।’
এভাবেই নিজের খাতায় আবেগঘন মানসিক যন্ত্রণার বার্তা লিখে গজারিয়া উপজেলার হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইরাম শেখ (১৪) আজ মঙ্গলবার সকালে তার স্কুলের পাশের ভাড়া বাসা থেকে নিখোঁজ হয়।
আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে আজ মঙ্গলবার রাত ১০ টার দিকে গজারিয়া থানায় সাধারণ ডায়েরী (জিডি নং-১০২২) করেছেন বাবা বশির উদ্দীন শেখ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানা পুলিশ।
নিখোঁজ শিক্ষার্থী ইরাম শেখের বাবা বশির উদ্দীন শেখ গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের সোনাইরকান্দি এলাকার বাসিন্দা।
হোসেন্দী বাজারে নিজের ব্যবসার কারণে ওই হোসেন্দী স্কুলের পাশে ভাড়া বাসায় দুই ছেলে তাওহিদ শেখ, ইরাম শেখ ও স্ত্রী কনিকা আক্তারকে নিয়ে বসবাস করছেন।