দীর্ঘদিনের আকাঙ্খিত প্রাণের চাওয়া আঞ্চলিক সড়ক পেয়ে হরিপুরবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপ-সহঃ প্রকৌঃ মোঃ আজিজুল হকে
সুমন শেখ
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।।
কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুরের রাস্তার কাজের সিউডিল মোতাবেক ঠিকাদারের কাছ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে নিতে শক্ত হাতে হাল ধরে কুষ্টিয়া সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজিজুল হক প্রশংসার পাত্র হয়েছেন হরিপুর বাসির কাছে । একটি অনুসন্ধানী রিপোর্টে দেখা যায় হাটস হরিপুরের রাস্তার কাজে ব্যবহার করা সব সামগ্রী গুণগত মান বজায় রেখে বুঝে নিয়েছেন কুষ্টিয়া সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজিজুল হক। এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সরকারি নীতিমালা মেনে ও সিউডিল মোতাবেক কাজ বুঝে দিতে বাধ্য হয়েছেন সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজিজুল হকের বিছুক্ষণ দক্ষতার কারণে। কুষ্টিয়া জেলার সচেতন মহল এবং হাটস হরিপুর ইউনিয়নের জনসাধারণ জানিয়েছেন সদর উপজেলার হাটশহরিপুরবাসী দীর্ঘদিন ধরে এই সড়ক নিয়ে জনদুর্ভোগ পুইয়েছেন, দীর্ঘ সময় ধরে জনদুর্ভোগের শেষে সেই কাঙ্খিত আঞ্চলিক সড়ক নির্মাণে কজের গুণগত মান ঠিক রেখে সরকারি নীতিমালা মেনে বুঝে পেযে, প্রশংসা করেছেন কুষ্টিয়া সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজিজুল হকে। হাটস হরিপুর ইউনিয়নবাসী আরো জানিয়েছেন, আমরা নিজেরাই রাস্তার কাজ পরিদর্শন করে দেখেছি, আমাদের এই হরিপুরের কাঙ্খিত রাস্তার কাজে ব্যবহারকৃত সামগ্রী গুণগত মান ঠিক রেখে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ সিডিল মোতাবেক কাজ বুঝে নিয়েছেন, আমাদের কুষ্টিয়া জেলার কৃতি সন্তান এবং কুষ্টিয়া সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজিজুল হক। সরকারি নীতিমালা মেনে সিডিল মোতাবেক আমাদের হরিপুরের রাস্তার কাজ স্বচ্ছতা ভাবে বুঝে নিয়েছেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজিজুল হক তাই আমরা হরিপুর বাসী তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। কুষ্টিয়া জেলার সদর উপজেলার হরিপুুরের স্থানীয়রা ধারণা করছেন যে রাস্তার কাজে ব্যবহার করা সামগ্রী গণগত মান ঠিক আছে কাজও ভালো হয়েছে এ বিষয়ে তাদের কোন অভিযোগ নেই। এছাড়াও রাস্তায় বিটুমিন গনগতমান ঠিক আছে । একটি অনুসন্ধানী রিপোর্টে জানা যায় ঘূর্ণিঝড় আক্ষান প্রকল্পের এ কাজটি সরকারি নীতিমালা ও সিডিউল মোতাবে বুঝে নিয়েছেন কুষ্টিয়া সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজিজুল হক। কাজের নাম কুষ্টিয়া জেলার সদর উপজেলাধীন মিনিসিপাল বাজার-হাটশহরিপুর ইউপি সড়ক পুর্নবাসন (চেইঃ ৫৪০-৩৭৯০ মিঃ) সড়কটির ৩২৩০ মিটার। কুষ্টিয়া জেলা সচেতন মহল ও হরিপুর ইউনিয়ন বাসি এই রাস্তার কাজ বুঝে পেয়ে প্রশংসা করেছেন সদর উপজেলা প্রকৌশলীরদের।