ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ফেনীতে লিফলেট বিতরণ
ফেনী জেলা প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘জাতীয় মহাসমাবেশ’ সফল করার লক্ষ্যে ফেনী শহরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ ২৪ জুন, মঙ্গবার বেলা ৫ টা থেকে জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া’র সভাপতিত্বে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে।
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদি আমলের সকল গণহত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার, সংখ্যানুপাতিক তথা পিআর পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন এ মহাসমাবেশের ডাক দিয়েছে। আগামী ২৮ জুন শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ২ টায় এ সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দেশব্যাপী ব্যাপক প্রচার ও জনসংযোগের এ ধারাবাহিকতায় ফেনীর ৪৩ টি ইউনিয়নে সংগঠনটির প্রস্তুতি চোখে পড়ার মত। আজকের এ লিফলেট বিতরণ ও গন দাওয়াতী কাজে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সিনিয়র সহসভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূইয়া, জয়েন্ট সেক্রেটারি মাওলানা কে এম বেলাল হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি আলী আহমদ ফোরকান, পৌর আন্দোলনের সভাপতি মুফতী আনিসুর রহমান, পৌর যুব আন্দোলনের সভাপতি হাফেজ মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক মুফতী রহমতুল্লাহ আশরাফী, জেলা ছাত্র আন্দোলনের সহসভাপতি নাদের চৌধুরী, বিশিষ্ট আলেম মাওলানা ফয়জুল্লাহসহ শহর শাখার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।