লালমনিরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে একজন মাদক কারবারি আটক
মাসুদ রানা নিরব
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালীন ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০০(একশত) বোতল মাদকদ্রব্য ইস্কাপ সিরাপ এবং একটি মোটরসাইকেল সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার।লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ইং ২২/০৬/২০২৫ তারিখ জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে লালমনিরহাট জেলার লালমনিরহাট থানাধীন গোকুন্ডা ইউনিয়নের, গুড়িয়াদহ মৌজাস্থ বুদার বাঁশেরতল, লালমনিরহাট টু মোস্তফিগামী পাকা রাস্তার উপর হতে ১০০(একশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ১০০(একশত) বোতল মাদকদ্রব্য ইস্কাপ সিরাপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার সহ আসামী ১। মোঃ আশরাফুল হক (৪১)-কে গ্রেফতার করা হয়।ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদককে না বলুন মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।