” মাটি বাঁচান,কৃষি বাঁচান,দেশ বাঁচান” স্লোগানে লুমিনাস গ্রুপের কৃষি সম্মালনা ও সেমিনার অনুষ্ঠিত
মোঃ মালিকুল আজিম
বিশেষ প্রতিনিধি
মাটি বাঁচান, কৃষি বাঁচান,দেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইন্সটিটিউটে কে আই বি ভবন হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো Sustainable Agricultural & Farmers Award Ceremony 2025 আয়োজক প্রতিষ্ঠান লুমিনাস গ্রুপের এই উদ্যোগ কে দেশের কৃষি ও কৃষকদের প্রতি একটি সময় উপযোগী সম্মান ও সৃকৃতি হিসেবে দেখা হচ্ছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাকিব হোসেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শামীম আহমেদ, এডমিন ডাইরেক্টর মোঃ আনোয়ার হোসেন, সি ইউ মোঃ হাজী মোহাম্মদ আলাউদ্দিন ভূইয়া এবং কৃষি গবেষক বৃষ্টি আক্তার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক সরেজমিন বার্তার সম্পাদক ও প্রকাশক জনাম মোহাম্মদ বেল্লাল হোসেন ভূইয়া, তিনি লুমিনাস গ্রুপের সম্পর্কে বক্তব্যে বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশে একটি সেরা গ্রুপ হিসেবে পরিনত হবে লুমিনাস কোম্পানি।
সেমিনারে অন্যান্য আলোচকরা বলেন, কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড। দেশের জনসংখ্যা দ্রুত বাড়ছে, সেই তুলনায় খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি খাদের আধুনিকায়ন এখন সময়ের দাবি।সংবিধান অনুযায়ী জনগণের পুষ্টি ও জনস্বাস্থ্যের উন্নয়নে কৃষি বিলম্ব ও কৃষি টেকসই ব্যবস্থার বিপ্লব নেই। কৃষি বিপ্লব ও টেকসই কৃষি ব্যবস্থার বিকল্প নেই বলেও বক্তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে লুমিনাস গ্রুপ তাদের নতুন কৃষি পণ্য বাজারে উন্মোচন করে এবং বৃদ্যমান পণ্যের গুণগত মান ও কার্যকারিতা তুলে ধরে। এই উদ্যোগ দেশের কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার এবং টেকসই ব্যবস্থার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা জানান। কৃষিকে ভালবাসুন, কৃষকের পাশে থাকুন।লুমিনাস এর সাথে থেকে করুন একটি সবুজ সমৃদ্ধ বাংলাদেশ।