কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ ইমরান হোসাইন
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজ-এ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি এবং কলেজের বর্তমান ও বিদায়ী শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গজল পরিবেশনের মাধ্যমে সূচনা করা হয়। এরপর কলেজের অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের জীবনের ভবিষ্যৎ পথচলার জন্য দিকনির্দেশনা দেন এবং পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শুভ কামনা জানান।
বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কলেজের স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভ কামনা করা হয়।
শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।