HSC/আলিম সমমান পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার প্রদান অনুষ্ঠানে ছাত্রশিবির বাউফল শাখা,
মোঃ ইমরান হোসাইন
পটুয়াখালী জেলা প্রতিনিধি,
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধানদী কামিল মাদরাসা প্রাঙ্গণে ( রবিবার ২২ জুন ২০২৫ ইং) সকাল ১০টায় অনুষ্ঠিত হলো HSC ও আলিম সমমান পরীক্ষার্থীদের নিয়ে এক হৃদয়স্পর্শী দোয়া ও উপহার প্রদান অনুষ্ঠান। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখা এ আয়োজনের উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে ধানদী কামিল মাদরাসা ও আশপাশের বিভিন্ন এলাকার প্রায় শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত ও হামদের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এরপর পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। বক্তারা পরীক্ষার্থীদের মনোবল দৃঢ় রাখার পরামর্শ দেন এবং নৈতিকভাবে আলোকিত মানুষ হওয়ার তাগিদ দেন।
এছাড়াও পরীক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, পেনসিল, রাবার, পরীক্ষার খাতা ব্যাগসহ প্রয়োজনীয় উপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয়, যাতে তারা পরীক্ষা চলাকালীন সময়ে কোনও প্রকার অসুবিধার সম্মুখীন না হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বাউফল উপজেলার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার এ মহৎ উদ্যোগ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকমহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ জাগিয়ে তুলবে।