গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টাগণের মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন মাওয়া ঘাট পরিদর্শন পরবর্তী বিশেষ উন্নয়ন মতবিনিময় সভায় অংশগ্রহণ।
অদ্য বিকাল ১৫.৩০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্হান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, বানিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মহোদয়গন লৌহজং উপজেলার মাওয়া ঘাটে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইস সম্মেলন কক্ষে মাওয়া শিমুলিয়া ঘাটে মাস্টার প্লান অব আইসিটি এন্ড ইকো গ্রীণ পোর্ট এবং আন্তর্জাতিক মানের পোর্ট ও ওয়াটার পার্ক নির্মান সংক্রান্ত মতবিনিময় সভা করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান জনাব অ্যাডমিরাল নাজমুল হাসান, ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল করিম মল্লিক, নৌপুলিশের ডিআইজি জনাব মো: মিজানুর রহমান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক জনাব ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ শামসুল আলম সরকার মহোদয়।