লালমনিরহাটে নবী কে নিয়ে কটুক্তি করায় ২ জন আটক: সদর থানা ঘেরাও
মাসুদ রানা নিরব
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটে মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে নরসুন্দর বাবা পরেশ (৬৯) ও ছেলে বিশু (৩৫) নামের ২ জন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা সদর উপজেলার গোসালা বাজার হাঁড়িভাঙ্গা মোড়ে তাদের সেলুনের দোকানে বাবা ছেলে কাজ করেন। সেখানে কোনো ইসলাম ধর্মের ব্যক্তি চুল কাটার জন্য গেলে ইসলাম ধর্মের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে রাসুল কে নিয়ে কটুক্তি মূলক কথা বলেন। এতে স্থানীয় মুসলমান ধর্মের কেউ এ বিষয়ে বাধা দিলেও শান্ত হয় নাই তারা। গত শুক্রবার (২০ জুন) একজন হুজুর ঐ সেলুনে চুল কাটতে গেলে ইসলাম ধর্মের বিভিন্ন প্রশ্নবিদ্ধ করেন এবং ঐ হুজুর প্রশ্নের উত্তর দিলেও ভূল সর্বস্ব করে প্রিয় নবী কে যৌন চারের অপমান ও শিব লিঙ্গ দিয়ে কাবা শরীফ তৈরি এবং পবিত্র কাবা শরীফ ধ্বংসের হাতিয়ার শিব লিঙ্গের পানি হবে বলে কটুক্তি করেন। বিষয়টি মেনে নিতে না পেরে স্থানীয়রা বাবা ও ছেলে কে গণধোলাই করে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ঐ উপজেলার সদর থানায় এবং আজ (২২ জুন) রবিবার তাদের গ্রেফতার করেন সদর থানা পুলিশ।
এ ধরনের কটুক্তি মুলক মন্তব্যের জন্য ইসলাম ধর্মের সকলে জেলার সদর থানা ঘেরাও করেছে এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।