কালিগঞ্জে তিস্তা ভাঙ্গনের রক্ষায় এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছায় বাঁধ নির্মাণ
মাসুদ রানা নিরব,
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীর ভাঙন থেকে আবাদি জমিসহ বসতভিটা রক্ষার করার জন্য নিজ উদ্যোগে বাঁধ নির্মাণ শুরু করছেন গ্রামবাসীরা। প্রায় দেড় কিলোমিটার দৈঘ্যের বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ টাকা। স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে এই বাঁধ নির্মাণের কাজ করছে এলাকাবাসী। জানা গেছে ,২০২২ সালে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান তিস্তা নদীর মাঝখানে নদীর বুকে নদীর গতিপথ রোধ করে একটি রাস্তা নির্মাণ করে। এতে চলতি বছরসহ গত তিন বছরে তিস্তা নদীর ভাঙনে জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন শৈলমারীর ৩ নং ওয়ার্ডের নদী তীরবর্তী শতাধিক পরিবাবের বসতভিটা, আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়। নদী ভাঙনে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ও এলাকার কয়েক'শ একর আবাদি জমি রক্ষার জন্য গ্রামবাসীর নিজ অর্থায়নে ওই বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছেন।এই উদ্যোগে এলাকাবাসীর কার্যক্রম অব্যাহত রয়েছে।ইউএনও জাকিয়া সুলতানা বলেন, আমি ঐ এলাকার বাঁধ নির্মাণের বিষয়ে শুনেছি এবং পানি উন্নয়ন বোর্ডকেও বলেছি সরকারি ভাবে সহযোগিতা করে যেন বাঁধ নির্মাণ করে দেওয়া হয়।