লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২ !
মাসুদ রানা নিরব,
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় জুমার নামাজে যাওয়ার পথে সড়কে একটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ মেরাজ (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে ,শুক্রবার (২০ জুন) উপজেলার বাউরা ইউনিয়নের রেলগেট সংলগ্ন মেইন রোডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রাম হতে বাউরা-বড়খাতা অভিমুখে বড় মসজিদে জুমার নামাজ আদায় করতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মেরাজ ও তার বন্ধু অনিক (২০)। সেই সময় হঠাৎ করে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। এতে ঘটনাস্থলেই মারা যান মেরাজ। ঐ সময় গুরুতর আহত অবস্থায় অনিক কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সেখানে অনিক প্রাণ হারান।নিহত অনিক মেরাজের বন্ধু একই এলাকার একরামুল হকের ছেলে এবং মেরাজ লালমনিরহাট সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি পাটগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলিউল ইসলামের ছেলে।