বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৯ জন আটক
নিজস্ব প্রতিবেদক
দৈনিক বাংলার দিগন্ত বান্দরবান
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৯ জনকে আটক করা হয়েছে। অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত এসব ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ইলেকট্রনিক ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (মূল) সদস্য বলে জানিয়েছে সেনা সূত্র।আজ শুক্রবার (২০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে জেলা সদরের টংকাবতী ইউনিয়নের পূর্ণবাসন চাকমা পাড়া ও ইমানুয়েল ত্রিপুরা পাড়ায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করে আলীকদম সেনা জোন। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জোনের উপ অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ।
আটককৃতরা হলেন—আনন্দ মোহন চাকমা (৭২), শান্তিরাম চাকমা (৩৩), চাতুই চাকমা (৩৫), শান্তি রঞ্জন চাকমা (৩৫), কল্পরঞ্জন চাকমা (৪৫), জ্যোতি বিকাশ চাকমা (২৮), পাখি রাম ত্রিপুরা (৩১), ছতিয় ত্রিপুরা (৬০) ও জুয়েল ত্রিপুরা (২৬)। তারা সবাই স্থানীয় দুটি গ্রামের বাসিন্দা।সেনাবাহিনীর বরাতে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পাহাড়ি অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি ও অপহরণের মতো অপরাধে সক্রিয় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি গাদা বন্দুক, ২টি ব্যারেল, ৩টি ধারালো ছুরি, ১০টি ট্যাব, ২০টি মোবাইল, ২০ জোড়া বুট, ইউনিফর্ম ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব আলামতসহ আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।
মেজর মো. মঞ্জুর মোর্শেদ বলেন, “আলীকদম ও লামা এলাকায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ছাড় নেই। বাংলাদেশ সেনাবাহিনী যেকোনো ধরনের অপরাধ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।