লালমনিরহাটে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন;মারা যাচ্ছে আক্রান্ত গরু
মাসুদ রানা নিরব,
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় ছড়িয়ে পড়েছে "লাম্পি স্কিন" (পক্স বা বসন্ত জাতীয়) রোগ।এই ভয়াবহ রোগে গরু মৃত্যুর যেন নেই বিরাম। এই রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার গবাদি পশু অসুস্থ হয়ে পড়েছে। প্রতিদিন বেড়েই চলছে এই ভয়াবহ লাম্পি স্কিন নামক রোগ। জেলার হাতীবান্ধা ও পাটগ্রামের বিভিন্ন এলাকায় সব থেকে বেশি দেখা দিয়েছে। এটি ছড়িয়ে পড়ে যাচ্ছে দিন দিন এবং বেড়ে যাচ্ছে মর্মান্তিক গরু মৃত্যু সংখ্যা।এলাকাবাসীর সূত্রে জানা যায়, যেসকল গরু "লাম্পি স্কিন" রোগ আক্রান্ত হচ্ছে দৈর্ঘ্য ১০-১৫ দিন ধরে চিকিৎসা করে আসলে প্রতিরোধ হিসেবে কাজ করছে না কোন ওষুধ।একটি গরু এই রোগে আক্রান্ত হতে হতে এলাকার হাজার হাজার গরু ছড়িয়ে পড়ে ইতোমধ্যে অনেক গবাদি পশু মৃত্যু হয়েছে।আক্রান্ত হওয়া গরুর মাংস নষ্ট হয়ে যাচ্ছে,পচে যাচ্ছে এবং চামড়া ফোলা'সহ মাংস খসে খসে পড়ছে।এ কারনে এই "লাম্পি স্কিন" রোগ এলাকায় কালো মেঘের ছায়া নেমে এসেছে।এই সকল গবাদি পশু তাদের রুটি রুজি। কিন্তু এই রোগে আক্রান্ত গরুর চিকিৎসা করাতে অর্থ সংকটে ভুগছেন। গাভীর দুধ নামানো সম্ভব হচ্ছে না এমন কি তাদের সকল গরু অসুস্থ হয়ে মারা যাচ্ছে।প্রাণিসম্পদ বিভাগ বলেছেন, লাম্পি স্কিন এটি একটি ভাইরাস এবং ছোঁয়াচে রোগ। এজন্য মশা ও মাছি বা অন্যান্য মাছির মাধ্যমে দূরত ছড়িয়ে পড়ছে।এই রোগ নির্মূলে প্রয়োজন ভ্যাকসিন। কিন্তু সরকারী ভাবে বরাদ্দ নাই ভ্যাকসিন। তাই এই রোগ থেকে রক্ষা পেতে হলে মশা ও মাছি নিরাশন করতে হবে। আক্রান্ত গরু আলাদা রাখা ও মশারি ব্যবহার করে রাখতে হবে। চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে প্রাণী সম্পদ বিভাগের কর্তৃক চিকিৎসা নেওয়ার নির্দেশ দিয়েছেন।