গল্পঃ-বাবা হারানোর বেদনা...
কবি/লেখকঃ-এম.এ হাসনাত
পরিচালক এন.এস কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টার,
২০শে মার্চ ২০১০—এই তারিখটি আমার জীবনে চিরস্থায়ী এক শূন্যতার স্মৃতি হয়ে রয়েছে। সেদিনই আমি হারিয়েছি আমার জীবনের শ্রেষ্ঠ আশ্রয়স্থল, আমার বাবা। তাঁর মুখের শেষ হাসিটা আজও চোখে ভাসে, আর কানে বাজে সেই স্নেহভরা কণ্ঠস্বর। বাবার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি—সিদ্ধান্তের দোলাচলে, দুঃখে, আনন্দে, সবখানে। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু বাবার শূন্যতা পূরণ হয় না কিছুতেই। তিনি ছিলেন শুধু আমার অভিভাবক নন, ছিলেন আমার প্রেরণা, আমার আত্মবিশ্বাসের উৎস। বাবার স্মৃতি আমার জীবন চলার পথে এক মধুর বেদনার ছায়া হয়ে পাশে থাকে চিরকাল।