গল্পঃ-বাবা হলেন আমার মনের রাজত্বের শ্রেষ্ঠ রাজা
লেখিকা/সাহিত্যিকঃ-ফাতেমা বেগম
ব্যাংকার, কলামিস্ট,উপদেষ্টা, দৈনিক বাংলার দিগন্ত
আস্সালামু আলাইকুম সবাইকে স্বাগতম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।বাবা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাবা শব্দের অর্থ বিরাট ও তাৎপর্যপূর্ণ বিশাল।বাবা শব্দের অর্থ ভালোবাসা, স্নেহ, মায়া মমতা।বাবা হলেন পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত।বাবার জন্য ভালোবাসা ভালোলাগা সবটুকু আমার।আমার বাবা কে মিস করি সবসময়ই।
বাবা হালাল উপার্জন করে আমাদের পুরো পরিবার কে চালনা করে আমাদের কে মানুষ করেছেন আলহামদুলিল্লাহ।
বাবার জন্য ভালোবাসা আবেগ অনুভূতি প্রকাশ করার কোন ভাষায় নাই।মনে পড়ে বাবার সে স্নেহময় বৃক্ষছায়ায় ভালোবাসার নদী।সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।।