গল্পঃ-বাবা মানে পৃথিবী
কবি/লেখকঃ-শায়ের মোহাম্মদ রিয়াজ
পৃথিবীর সবচেয়ে সেরা ও মূল্যবান বস্তুর নাম হলো বাবা আলহামদুলিল্লাহ। বাবা আমার পৃথিবীর সেরা বাবা। পৃথিবীর সেরা বস্তু। পৃথিবীর সবচেয়ে বড় উপহার। বিপদের দিনের সাহারা। ভালোবাসার সবচেয়ে সেরা উপমা আলহামদুলিল্লাহ।।
বাবা সবসময়ই আমরা আমাদের পরিবারকে আগলে রেখেছে অসাধারণ ভাবে। যা সত্যি সেরা ও বড় উপহার বলে বিবেচ্য। পরিশেষে সকলের নিকট সকলের বাবার জন্য দোয়া চেয়ে ইতি টানলাম।