গল্পঃ-বাবা ছিলেন আমার শ্রেষ্ঠ বাবা
কবি/লেখকঃ-মোহাম্মদ দিলদার আলী সাগর
দৈনিক বাংলার দিগন্ত সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি
আমার বাবা ছিলেন পৃথিবীর সবচেয়ে সেরা ও শ্রেষ্ঠ বাবা।
মরহুম সামছুল আলম। কর্মজীবনে সরকারি চাকরিজীবী ছিলেন। তিনি খুবই সহজ সরল জীবন যাপন করতেন। তিনি হালাল উপার্জন করে আমাদের ৫ ভাই ১ বোনের পরিবারকে খুব সুন্দরভাবে পরিচালিত করেছেন আলহামদুলিল্লাহ।আমরা সকলে চিরদিন বাবার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি।মহান রব আল্লাহ বাবাকে ওপারে ভালো রাখুন। মৃত্যু সাল ২০০২ ইং আমাদের সকলকে কাঁদিয়ে বাবা পাড়ি জমান ওপারে। আল্লাহ আপনি আমি ও সকলের বাবা কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন।।