গল্পঃ-জান্নাতের মেহমান হোন হে পিতা স্মৃতির পাতায়...
কবি/লেখকঃ মোহাম্মদ ইউনুস,
আস্সালামু আলাইকুম/অন্যান্য ধর্মের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মহান রব আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাকে আমি হিসাবে কল্পনা করতে শিখিয়েছেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম পেষ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোন কিছুই সৃষ্টি করতেন না মহান রব। তার উম্মত হিসাবে নিজেকে শ্রেষ্ঠ ও ধন্য মনে করছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ নামক ভূখন্ড নিজের মাতৃভূমি এর চেয়ে বড় অর্জন আর পাওনা কি হতে পারে? এই দেশ ও জাতির সকলকে শ্রদ্বা ও অভিনন্দন জানাচ্ছি। আমার বাবা'কে ধন্যবাদ জানাচ্ছি কারন তার মাধ্যমে আমার এ পৃথিবীর বুকে আসা আলহামদুলিল্লাহ। প্রিয় বাবা মরহুম ইসহাক সওদাগর ছিলেন অসাধারণ পরিশ্রমী, কর্মঠ, ন্যায় নীতিবাদী অসাধারণ সুন্দর চরিত্রের অধিকারী যার জন্য নিজেকে ধন্য মনে করছি।
আমার বাবা ছিলেন কর্মজীবনে সরকারি চাকরিজীবী ও পরবর্তী সফল ব্যবসায়ী। তার জীবনে ছিলো হালাল উপার্জন, ন্যায় পরায়নতা, মানবিকতা ও সততার সর্বোচ্চ গুণাবলি আলহামদুলিল্লাহ। আমরা পাঁচ ভাই দুই বোনের মধ্যে হলাম ছোট। বাবা চলে গেছেন না ফেরার দেশে। আর কোন খেদমত, সহযোগিতা, শ্রদ্বা, ভালোবাসা চাইলেও করতে পারবোনা শুধু দোয়া ছাড়া। অতএব যাদের পিতা মাতা বেঁচে আছেন তাঁদের উচিত সর্বোচ্চ সেবা যত্ন করা যথাসাধ্য সাহায্য সহযোগিতা করা,ভালোবাসা সহ প্রভূত কাজ করা। আমার বাবা চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছিলেন, হে মহান রব আল্লাহ আপনি আমার বাবা সহ সকল মরহুম মরহুমাদের কবরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন। সাথে সাথে বাংলার দিগন্ত পরিবারের জন্য রইলো শুভেচ্ছা ও অভিনন্দন। পৃথিবীর সকলের পিতা মাতা অমর হোক আমিন সুম্মা আমিন।।