ফিল্ম ইণ্ডাষ্ট্রিতে টিকে থাকার জন্যই হয়তো রুনা খানের হলিউড স্টাইলে আসা..
বিনোদন ডেস্ক
দৈনিক বাংলার দিগন্ত,
রুনা খান এই পথ বেছে নিয়েছে মৃতপ্রায় ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে! কথাটা খারাপ লাগলেও সত্য রুনা যখন হেলদি ছিল,১৪ হাত শাড়ি দিয়ে দেহের মেদ ঢাকতে ব্যস্ত থাকতো
কথা বার্তা বলতো ঘরের মেয়ের মত তখন তাকে বিভিন্ন প্রোগ্রামে কয়জন ডাকতো? কয়টা শো তে তাকে গেস্ট হিসেবে চাইতো?কেউ তাকে #rampshow তে হাটতে ডাকা ত দূর বিজ্ঞাপনে পর্যন্ত নিতো কিনা সন্দেহ। নাটকের বাজার ও দর্শক চাহিদা আগের মত নাই চলচ্চিত্রের চাহিদা সম্পন্ন নায়িকারাও বছরে দুইটা ছবি হাতে পাইনা,সেখানে রুনা খানের মত মধ্যবয়সী অভিনেত্রী নিজের কাজের স্কোপ খুঁজে পেতে হয়রান হতে হতো এটা কনফার্ম।বছরে দুইটা কাজ পেতো কিনা সন্দেহ।রুনা ত প্রায় হারিয়েই গিয়েছিল।যেই রুনা ফিট হয়ে ক্লিভেজ দেখাতে শুরু করলো পরেই একদম বিনোদন পত্রিকার কভারে হয়েগেল
তার জায়গা।অথচ এতদিন কোথায়, কেমন ছিল কেউ খবর পর্যন্ত নিতো না। এখন তিনি কত ব্যস্ত।কত প্রোগ্রামে তার ডাক আসে হাতে আসে নানান কাজ।তাই বলেছি,
রুনা এতদিন পর্যন্ত টিকে থাকতেই এই পথ বেছে নিয়েছে।
তবে তাকে এসব করাতে এপ্রিশিয়েট করছিনা।রিসেন্ট রেম্প শো তে তার উপস্থিতি উদ্ভট লেগেছে।অন্যভাবেও আলোচনায় থাকা যায়।প্রতিটি বয়সের আলাদা সৌন্দর্য আছে সার্বিক দিক চিন্তা করেই সিনিয়র জনপ্রিয় তারকাদের কাজ করা উচিৎ। Runakhan.