চালক ঘুমে, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত হেলপার
আরিফুল
কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ইট বোঝায় ট্রলির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্সটির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।জানা গেছে, অ্যাম্বুলেন্স চালক গাড়ির ভেতরে ঘুমিয়ে হেলপারকে দিয়ে গাড়ি চালাচ্ছিলেন।
শনিবার (১৪ জুন) সকাল ৭টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত অনিক মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার বাসিন্দা।
কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন জানান, সকাল ৭টার সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি অ্যাম্বুলেন্স ওই স্থানে পৌঁছালে সামনের চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়। তবে অ্যাম্বুলেন্সে অন্য কোনো যাত্রী ছিল না।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, মূলত নিহত অনিক অ্যাম্বুলেন্সটির হেলপার ছিলেন। চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। অনিক গাড়ি চালিয়ে মেহেরপুর যাচ্ছিলেন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সেইসঙ্গে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকেও উদ্ধার করা হয়েছে