গজারিয়ার বালুয়াকান্দীতে অটো ও মোবাইল ছিনতাই। থানায় অভিযোগ।
মোঃ দুলাল সরকার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বালুয়াকান্দীতে মাঠ পাড়া এলাকায় ছিনতাই কারীদের কবলে পড়ে বালুয়াকান্দীর এক ভাড়াটিয়ার অটো ও মোবাইল ছিনতাই হয়।এ ব্যাপারে গালকাটা বাবুর( মির্জাবাবু) নাম সহ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী।মির্জাবাবুর দেশের বাড়ি রাজশাহী বলে জানা গেছে।
সে স্হানীয় গাড়ির চালক জামালের ভাগিনা।
স্হানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় এই গাল কাটা বাবুর নামে থানায় মামলা থাকার কারনে দীর্ঘদিন বিদেশে পালিয়ে ছিল।বিদেশ থেকে দেশে এসে কোর্ট থেকে জামিন নিয়ে আবার ও ছিনতাইয়ের মত ঘটনা ঘটায়।
বালুয়াকান্দীর ভাড়াটিয়া গোলাম আলী মারুফ( ২৮)
জানান আমি দীর্ঘদিন বালুয়াকান্দীতে ভাড়া বাসায় থাকি। অটোচালিয়ে জীবিকা নির্বাহ করি।জনৈক সুজন আমার অটো গাড়ি দিয়ে তার বাড়ির রড নিয়ে জামালদী বিক্রি করে। এরপড় থেকে মির্জাবাবুর নেতৃত্বে বিভিন্ন সময় আমাকে মারধর করা সহ হুমকি দিয়ে আসতেছে। আমি প্রতিবাদ করলে এরই ধারাবাহিকতায় বালুয়াকান্দী গ্রামের জনৈক আমীরের বাড়ির পাশের জঙ্গলে নিয়ে আমাকে মারধর করে অটো ও মোবাইল ছিনতাই করে।
উক্ত ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করতে গেলে সাংবাদিক গালকাটা বাবুর ওরফে মির্জাবাবুর হেনস্তার শিকার হয়।এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।