শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়
জিহাদ কাজী
স্টাফ রিপোর্টার বগুড়া
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার ১৩.১৪.১৫ও এরুলিয়া ইউনিয়নের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ফুটবল টুর্নামেন্ট-২০২৫ আজ অনুষ্ঠিত হয় বগুড়ার শিকারপুর কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে।সকাল ১০টায় শুরু হওয়া ফাইনাল খেলায় রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ১৪ নম্বর ওয়ার্ড ট্রাইবেকারে ৪-৩ গোলে এরুলিয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়নের ট্রফি জয় করে। খেলাটি উপভোগ করেন স্থানীয় জনগণ, ক্রীড়ামোদী দর্শক ও আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোরশেদুল ইসলাম (সুইট) – সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বগুড়া শহর শাখা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ আবিদুর রহমান (সোহেল)– আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া শহর শাখা; সাবেক ভাইস চেয়ারম্যান, বগুড়া সদর উপজেলা পরিষদ এবং বগুড়া-৬ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আজগর আলী, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বগুড়া শহর শাখা এডভোকেট আলাউদ্দিন সোহেল, আমীর, মিরপুর মহানগর উত্তর জামায়াতে ইসলামী সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ নূর আলম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বগুড়া শহর শাখা।এছাড়াও উপস্থিত ছিলেন: মোঃ সুলতান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এরুলিয়া ইউনিয়ন ওবাইদুর রহমান, ১৫ নম্বর ওয়ার্ড সেক্রেটারি গোলাম রব্বানী, সাবেক ইউপি সদস্য,দ্বীন ইসলাম, পরিচালক, প্রত্যাশা শিল্পী গোষ্ঠী,রায়হানুল ইসলাম মারুফ, সভাপতি ১৫ নম্বর ওয়ার্ড, ফিরোজ আহমেদ সভাপতি এরুলিয়া ইউনিয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, প্রাণবন্ত ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন।