লালমনিরহাটে ২৪৯ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩
মাসুদ রানা নিরব,
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা হাট এলাকায় র্যাব-১৩ অভিযান পরিচালনাধীন ১০৬ বোতল ফেন্সিডিল এবং ১৪৩ বোতল ফেন্সিডিল-সদৃশ এস্কাফ সিরাপ সহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছেন। র্যাব-১৩ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনাধীন ধারাবাহিকতায়,গতকাল ১০জুন মঙ্গলবার সন্ধায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের কাকিনা হাটের জনৈক মোঃ শাহ আলমের মেসার্স শারমিন ট্রেডার্স নামের ধানের গোডাউন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাধীনে চৌকি স্থপনকরে একটি ইজিবাইক তল্লাশী করে ১০৬ বোতল ফেন্সিডিল ও ১৪৩ বোতল ফেন্সিডিল-সদৃশ এস্কাফ এবং ১টি ইজিবাইক সহ মাদক ব্যবসায়ী মোঃ আজিজুল হক (৫৫)-পিতা মৃত নছুমদ্দিন, সাং-লতাবর,ইউনিয়ন-চন্দ্রপুর, উপজেলা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট তাকে গ্রেফতার করেন। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামী কে জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।