নেত্রকোণায় যৌন হয়রানির অভিযোগ অভিযোগে ডিম ব্যবসায়ী গ্রেপ্তার
মোঃ সাইদুল ইসলাম
বারহাট্রা উপজেলা প্রতিনিধি
মিয়াচান ও তার মেয়ে সুমাকে গ্রেপ্তার করে পুলিশ।বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫,গ্রেপ্তার হওয়া ডিম ব্যবসায়ী।মারধর ও শ্লীলতাহানির অভিযোগে নেত্রকোণার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের ডিম ব্যবসায়ী মিয়াচানকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।গ্রেপ্তার মিয়াচান গুমুরিয়া গ্রামের বাসিন্দা। অভিযোগকারী আব্দুল মান্নান একই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার (৯ জুন) চাচাতো ভাই ফুক্কুল মিয়ার জানাজায় এবং মঙ্গলবার (১০ জুন) নিজের চাচা আব্দুল খালেকের জানাজায় গিয়ে মিয়াচান তার ভাতিজা ও ভাবিকে মারধর করেন। এ ঘটনায় তার ভাতিজা বাদী হয়ে বুধবার রাতে থানায় মামলা করেন। পরে মিয়াচান ও তার মেয়ে সুমাকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, মিয়াচান দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের নির্যাতন চালিয়ে আসছিলেন। মাত্র এক মাস আগে তার বড় ছেলে সোহেল মিয়া বাবার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মানববন্ধন করেন। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতেন না।মঙ্গলবার রাতে গ্রামবাসী ও আত্মীয়স্বজন একত্রিত হয়ে মিয়াচানের বিরুদ্ধে মিছিল বের করে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
রাজনৈতিক ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন মিয়াচান। তার নির্যাতন থেকে রেহাই পাননি আত্মীয়, কর্মচারী, রিকশাচালক কিংবা সাধারণ পথচারীরাও। নিজের পরিবারের সদস্যদের ওপরও শারীরিক নির্যাতন চালাতেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য আশরাফুল আলম রিপন বলেন, “মিয়াচানের অত্যাচার এতটাই বেড়েছিল যে মানুষজন রাস্তায়ও তার সামনে কথা বলতে ভয় পেত।”ওসি কামরুল হাসান বলেন, “মারধরের মামলায় মিয়াচান ও তার মেয়েকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা এই বিষয়ে দূরত্ব ব্যবস্থা নেব।