
বরগুনার ফুলঝুরি উপ স্বাস্থ্য কেন্দ্র এখন ময়লার স্তুপ
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়নের ফুলঝুরি বাজারে সাধারণ মানুষের এক মাএ ভরসা ফুলঝুরি উপ স্বাস্থ্য কমপ্লেক্সে, কারন এখান থেকে বরগুনা প্রায় ৭ কিলোমিটার দুরত্ব, তাই এখান কার মানুষ এই স্বাস্থ্য কেন্দ্রের উপর ভরসা করেই চলে প্রাথমিক চিকিৎসার প্রথম ধাপ তারা এখান থেকেই পেয়ে থাকেন, কিন্তু বরগুনা জেলায় বর্তমানে ডেঙ্গুর অনেক ছরাছরি, অনেক লোক বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় আছে এবং অনেক লোক বরিশাল হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় আছে এবং বরগুনায় ১ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গু তে আক্রান্ত এবং ১০ জন মানুষ ডেঙ্গু তে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, এমনকি ফুলঝুরি বাজারে মধ্যে যারা বসবাস করেন তাদের মধ্যে ৭ জন লোক ডেঙ্গুতে আক্রান্ত, তার মধ্যে কোনো প্রকার পরিস্কার পরিচ্ছন্নতার জন্য পদক্ষেপ গ্রহণ করেনি ফুলঝুরি বাজার স্বাস্থ্য কেন্দ্র কমপ্লেক্সের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা, হাসপাতেলের চারিদিকে ময়লা ফেলে নষ্ট করে দেয়া হচ্ছে এই হাসপাতালের পরিবেশ, চারি পাসে জমে থাকা কারো পচা পানি থেকে দিন দিন তৈরি হচ্ছে মশা মাছি সহ বিভিন্ন রকমের ক্ষতিকর কিট পতেঙ্গ যার কারনে মানুষ হাসপাতালের পাস দিয়ে হাটা চলাও করতে পারেনা, তাই সাধারণ মানুষ দাবি করেছেন অনতিবিলম্বে হাসপাতালের চারিদিক পরিস্কার করতে হবে এবং এ বিষয়ে বরগুনার উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ থাকে যাতে এই হাসপাতালের চারিদিক এ রকম নোংরা কেউ না করতে পারে.