বরগুনায় মৃত পনু ফকিরের নামে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে চেয়ারে বসে আছে এক অলৌকিক সাপ
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ পনু ফকির তিনি গত বৃহস্পতিবার আনুমানিক রাত ১০ টার দিকে বরগুনা সদর হাসপাতালে স্টক জনিত কারনে মৃত্যু বরন করেন, এক পর্যায়ে তার পরের দিন সকাল ১০ টার দিকে তাকে দাফন করে আসার পরে তার স্বজনরা খেয়াল করেছেন যে একটি সাপ তাদের বাড়ির আসে পাসে আনাগোনা করেন কিন্তু এটি যে একটি অলৌকিক সাপ তা তারা বুজতে পারেনি, কারন সাপটি চারদিকে গুঁড়লে ও সাপটি কারো কোনো প্রকার ক্ষতি করেনি বলে জানিয়েছেন তার স্বজনরা, এক পর্যায়ে তার পরিবার মৃত পনু ফকিরের নামে দোয়া ও মিলাদের আয়োজন করেন গত কাল রোজ মঙ্গলবার, মিলাদ উপলক্ষে আয়োজিত খাবার রান্না করার জন্য যখন বাবুর্চিরা যখন চুলায় পাতিল দিয়ে আগুন ধরাইবেন তখনি তারা দেখেন যে সেই সাপটি চুলার পাসে সুয়ে আছে তা দেকে চিৎকার করেন বাবুর্চিরা এক পর্যায়ে সাপটি ঐ খান থেকে একটু সরে গিয়ে মৃত পনু ফকির যে চেয়ারে বসতেন সবসময় তিনি সেই চেয়ারে উঠে বসে পরলেন তা দেখে এলাকার মানুষ বির জমান এক নজর দেখার জন্য, এ দিকে সকল রান্না বান্নার কাজ শেষ হলে মানুষ মিলাদ পরে খাবার খাচ্ছেন তখনও সাপটি চেয়ারের উপর বসা ছিলেন, তা দেখে সেখান কার লোকজন সাপটিকে দুধ আর কলা দিয়ে মেহমানদারী করেন কিন্তু সাপটি দুধ আর কলা খায়নি বলে যানা যায়, দোয়া ও মিলাদ শেষ হলে মানুষের খাবার খাওয়া শেষ হলে মঙ্গলবার সন্ধ্যার সময় সাপটি চলে যায় বলে যানা গিয়েছে.